পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে শিশু একাডেমীর আয়োজনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, ছড়া পাঠ,সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের হল রুমে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন করা হবে।
জানা যায়,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জেলা শিশু একাডেমির আয়োজনে, জেলা শহরের কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।প্রতিটি প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন,আবু সাঈদ, শহিদুল ইসলাম,মাহাবুব আলম প্রমূখ।
এ সময় বাংলাদেশ শিশু একাডেমী পঞ্চগড় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.আকতারুজ্জামানসহ,শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.