পঞ্চগড়ে লটারির নামে চলছে জুয়া, ব্যবস্থা নেয়নি প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলায় অবৈধ লটারির নামে চলছে জুয়া সংবাদ প্রকাশের সাত দিনেও কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। আজ শনিবারেও চলছে লটারির কূপন বিক্রি।
এতে ক্ষোভে বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
এর আগে চলতি মাসের পহেলা ডিসেম্বর সংবাদ প্রকাশিত হয়।সংবাদে উল্লেখ করা হয়। গত মাসের ২৬ নভেম্বর থেকে চালু করা হয়েছে দৈনিক সততা র‌্যাফেল ড্র ২০ টাকা মূল্যে লাকী কূপন।প্রতিদিন রাত সাড়ে ১০ টায় লটারির ড্র অনুষ্ঠিত হয়।
প্রতিদিন বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল, বাইসাইকেল, মোবাইল,রেফ্রিজারেটর, গরুসহ লোভনীয় পুরস্কার ঘোষণা করা হয়। ফলে আকর্ষণীয় পুরস্কারের লোভে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে লটারির টিকিট ক্রয় করছে।
সরজমিনে দেখা যায়, মেলা মাঠে বিভিন্ন স্থানে লটারির লাকী কূপন বিক্রি করা হচ্ছে। এছাড়াও উপজেলা ও জেলা শহরের আশেপাশে অর্ধশত ইজিবাইকে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়ে মাইকিং করে টিকিট বিক্রি করা হয়।
রাধানগরের হুমায়ুন,সুখ্যাতি এলাকার আবু সাঈদ জানান, মেলা দেখতে এসে মোটরসাইকেল পুরস্কারের আশায় লটারির ১০টি টিকিট কিনে কিছুই পাইনি। মির্জাপুর এলাকার হাসান আলী বলেন,দ্রব্যমূল্য যে হারে ঊর্ধগতি অভাব অনটনে দিন যায়।এ সংকট সময়ে আরো মেলা।
আলোয়াখোয়া রাশ মেলা কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম দুলাল বলেন, অশ্লীল নৃত্য কোথাও পরিবেশন হলে বন্ধ করে দেওয়া হবে।লটারি টিকিটের বিষয়ে জানতে চাইলে, পরে কথা বলব বলে ফোনটি কেটে দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো.সাবেত আলী মুঠোফোনে বারবার ফোন দিয়েও ধরেননি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.