পঞ্চগড়ে দুই মাদক কারবারিকে আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মামুনুর রশিদ ডলার (৩২) ও সোহেল রানা (২৮) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে বোদা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ মে) বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের নতুনবন্দর ফুলতলা এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় তাদেরকে আটক করা হয়।
আটক মামুনুর রশিদ ডলার নতুনবন্দর ফুলতলা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।একই এলাকার মৃত মাহিম উদ্দিনের ছেলে সোহেল রানা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১০০ গ্রাম গাঁজা ও ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতে নাতে আটক করা হয় দুই মাদক কারবারিকে।
বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বিটিসি নিউজকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে আসামীদের সোপর্দ্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.