পঞ্চগড়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ইউপি সদস্য আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় ইউপি সদস্য তরিকুল ইসলামকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার গভীর রাতে বোদা উপজেলার উৎকুরা পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী হাজেরা খাতুনসহ তার বাড়িতে স্থানীয়রা আটক করে। পরে ৯৯৯ নম্বরে জানালে মঙ্গলবার ভোরে বোদা থানা পুলিশ উদ্ধার করে।
আটক তরিকুল ইসলাম বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ জানায়, সোমবার রাতে স্থানীয়রা ইউপি সদস্য তরিকুল ইসলাম তার ওয়ার্ডের হাজেরা খাতুন নামের এক নারীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকায় হাতেনাতে ধরে। এ ঘটনায় ওই নারীর ছেলে আজাহার আলী বাদী হয়ে বোদা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক থানায় মামলা হওয়ার বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, নারীর জবানবন্দি রেকর্ডসহ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.