নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি
নোয়াখালী প্রতিনিধি: আজ রোববার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ২ হাজার ২শ’ ৬৩ জনকে স্নাতক ডিগ্রি এবং ৪শ’ ৪৫ জনকে স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হবে। ২শ’ ১৮ জনকে দেয়া হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি। স্বর্ণপদক দেয়া হবে ১০ জনকে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.