নোয়াখালী কোম্পানিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে (১৬) বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত মো. নুর উদ্দিন হৃদয় (১৮) কে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।

ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩ এর ৯ (১) ধারায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত হৃদয় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাত ওয়ালা টেন্ডল বাড়ির জয়নাল আবেদীন’র ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গততাল  (২১ এপ্রিল) রবিবার রাত ৮টায় ভিকটিম ও অভিযুক্ত ছেলেকে আপত্তিকর অবস্থায় স্থানীয় এলাকাবাসী সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরাহীমপুর গ্রাম থেকে আটক করে। এরপর ভিকটিম জানায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে।

২১ এপ্রিল ভিকটিমকে বিবাহের কথা বলে তার সাথে বাহিরে দেখা করার কথা বলে। নাবালিকা মেয়ে সরল মনে বাড়ির বাহিরে আসলে অভিযুক্ত ছেলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর-পূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.