নেপালে নদীতে ভেসে গেল দুই বাস, নিখোঁজ-৬৩

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্যাপক ভূমিধসে শুক্রবার (১২ জুলাই) নেপালের ত্রিশূলি নদীতে ভেসে গেছে দুই বাস। দুই বাসে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ফার্স্টপোস্ট।
ওই কর্মকর্তা জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টির কারণে নেপালের মধ্যাঞ্চলে মদন-আশ্রিত হাইওয়েতে রাত সাড়ে ৩টা নাগাদ ব্যাপক ভূমিধস হয়। ভূমিধসেই দুই বাস ছিটকে নদীতে পড়ে গেছে।
চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার ইন্দ্রদেব যাদব বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বাস দুটিতে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং তল্লাশি অভিযান চলছে। অবিরাম বৃষ্টির কারণে নিখোঁজ বাসের সন্ধানে অভিযান ব্যাহত হচ্ছে।
দুই বাস ভেসে যাওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। তিনি যাত্রীদের খুঁজে বের করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.