নেদারল্যান্ডসে ট্রামে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত বেশ কয়েকজন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক আজ সোমবার নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে নেদারল্যান্ডসের উট্রেখট শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুকধারী গুলিবর্ষণে একজন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এরই মধ্যে জরুরি উদ্ধার অভিযানে অংশ নিতে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। জরুরি কর্মীদের উদ্ধার অভিযান সহজ করতে জনগণকে সড়কে ভিড় না বাড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র জুস্ট ল্যানশেজ বলেছেন, একটি ট্রামে বেশ কয়েকটি গুলি ছোড়া হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রত্যক্ষদর্শী একজন জানান, গুলি চালানোর পর তিনি এক নারীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় অনেক মানুষদের দৌড়ে পালাতে দেখেন।

পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারী হামলা চালিয়ে গাড়িতে করে পালিয়ে গেছে। প্রাথমিক তদন্তে এটাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তারা।

নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.