নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে হাবিপ্রবিতে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন
হাবিপ্রবি প্রতিনিধি: ফেনীর মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর – দিনাজপুর মহাসড়কে মানববন্ধন করেছে। মানববন্ধননে প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যবৃন্দসহ, বিশ্ববিদ্যালয়ের কর্মকতা-কর্মচারি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বলরাম রায়, সহ-সভাপতি অধ্যাপক ড. এ.টি.এম শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস.এম হারুন-উর রশীদ, কার্যকারি সদস্য সহকারি অধ্যাপক উলফাত জাহান লিথি, সহকারি অধ্যাপক মোঃ শাহিন আলম, সহকারি অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা, কর্মকতাদের মধ্যে বক্তব্য রাখেন আসাদুজ্জামান জেমি। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাব্বি, লিপা ও স্নিগ্ধা।
এ সময় প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বলরাম রায় বলেন, “সিরাজ উল দৌলার সাথে হাত মিলিয়ে যারা নুসরাতকে এমন নির্মমভাবে হত্যা করেছে তাদের সকলকে যেন অতি দ্রুত সময়ের মধ্যেই বিচারের আওতায় আনা হয় এবং আমি সরকারের কাছে দাবি জানাই যাতে অপরাধীদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় যা দেখে এমন অপরাধ কেউ আর আগামীতে না করে “।
আবার, সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস.এম হারুন-উর রশীদ সরকারের কাছে নুসরাত হত্যার বিচার চাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সতর্ক করে বলেন, ” বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক মুক্ত ও নারী নির্যাতন মুক্ত করার
জন্য ড. রমজান আলীকে এবারের রিজেন্ট বোর্ডে যেন স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এছাড়া প্রগতিশীল শিক্ষক ফোরাম আগামীতে কঠোর কর্মসূচীতে যাবে “।
উল্লেখ্য যে, মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা প্লাকার্ড নিয়ে রাস্তার দুইধারে দাঁড়িয়ে নুসরাত হত্যার অপরাধীদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। মানববন্ধনটি দুপুর ১২ টায় শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.