নিজস্ব প্রতিবেদক:ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ হামলার নিন্দা জানিয়ে শনিবার (৩০ আগস্ট) তারা প্রায় এক ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।
সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হন এবং অবিলম্বে হামলাকারীদের শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা হামলার সঙ্গে জড়িতদের, বিচার এবং সাবেক বিরোধী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। তাদের স্লোগান ছিল, ‘চব্বিশের বাংলায়, জাতীয় পার্টির ঠাঁই নাই’, ‘জুলাই যুদ্ধ আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’ ইত্যাদি।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, “যে অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর ভিত্তি করে ক্ষমতায় এসেছে, তাদের সময়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলা হচ্ছে।”
তারা আরও বলেন, হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে চাকরিচ্যুত করা এবং বিচারের আওতায় আনা উচিত। পাশাপাশি, “যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করেছে, তাদের রাজনীতি এ দেশে নিষিদ্ধ করা দরকার”, এমন মন্তব্যও করেন তারা।
উল্লেখ্য,এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করে। এ সময় নুরুল হক নুর গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.