নীলফামারীতে দুটি পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক
নীলফামারী প্রতিনিধি: বিদেশি ও দেশি রিভলবারসহ দুই আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের একটি অভিযানিক দল।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী পুরাতন রেলস্টেশনের পশ্চিম পাশের পাকা রাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যবসায়ীরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার খুঁটামারা ইউনিয়নের খালশিয়া খুঁটামারা (খামাতপাড়া) গ্রামের নছুমুদ্দিনের ছেলে আবুল কালাম ওরফে ধলা (৪৫) ও জলঢাকা উপজেলা শহরের সবুজপাড়া গ্রামের ওয়ারেছ আলীর ছেলে রেজাউল ইসলাম (২৩)।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসি নিউজকে জানান, এ ব্যাপারে রাতেই ক্যাম্পের ডিএপি তাপস চক্রবর্তী বাদী হয়ে নীলফামারী থানায় অবৈধ আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিটিসি নিউজ প্রতিনিধিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.