নিয়ম-নীতির কোনো তোয়াক্কাই নেই..! শিক্ষকরা চলেন নিজেদের খেয়াল খুশি মতো

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরনী বুড়িমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে নিয়ম-নীতির কোনো তোয়াক্কা নেই। শিক্ষকরা আসেন নিজেদের খেয়াল খুশি মতো।
নিয়ম অনুযায়ী লেখা-পড়া তো দূরের কথা শিক্ষার্থীদের সমাবেশই হয় না নিয়মিত, এমনটি অভিযোগ এলাকাবাসীর।
উপজেলা শহর থেকে প্রায় ১৭ কি. মি উত্তর-দক্ষিণে বিদ্যালয়টির অবস্থান। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ২১৭ জন শিক্ষার্থীর বিপরীতে বিদ্যালয়টিতে রয়েছেন ৫ জন শিক্ষক। এর মধ্যে প্রধান শিক্ষক একজন। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় বিদ্যালয়ে উপস্থিতি, ৯টা ১৫ মিনিটে সমাবেশ এবং সাড়ে ৯টায় শিক্ষার্থীদের প্রথম ক্লাস।
গত রবিবার সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সকাল ১০টা পর্যন্ত শুধুমাত্র প্রধান শিক্ষক উপস্থিত হয়েছেন। পাঠদান তো দূরের কথা তখন পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত সমাবেশেই অনুষ্ঠিত হয়নি। তাই শিক্ষার্থীরা নিজ মনে খেলা করছে মাঠে। কিছু সময় পর স্থানীয়ভাবে প্রভাবশালী সহকারী শিক্ষক রেজাউল করিম বিদ্যালয়ে আসেন। তখন সময় ১০টা ১৫মিনিট।
এ সময় তিনি জানান, ব্যক্তিগত কাজে উপজেলা শহরে যাওয়ায় বিদ্যালয়ে আসতে একটু বিলম্ব হয়েছে। বিষয়টি তিনি প্রধান শিক্ষককে অবগত করেছেন। সহকারী শিক্ষক হিসেবে পরিচিত নুরনবী হোসেন যখন বিদ্যালয়ে এলেন তখন সময় সাড়ে ১০টা পেরিয়েছে।
অন্যদিকে, বেলা ১১টা পর্যন্ত অপর দুই শিক্ষিকা মধুমিতা রানী ও স্বপ্না রানী বিদ্যালয়ে উপস্থিতই হননি। এমনকি বেলা ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের সমাবেশ কিংবা কোনো শ্রেণি কক্ষে পাঠদানের দৃশ্য চোখে পড়েনি।
অভিভাবক ও স্থানীয় লোকজন জানায়, বিদ্যালয়টিতে নিয়ম অনুযায়ী লেখাপড়া হয় না। শিক্ষকরা নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসেন আর যান।
প্রধান শিক্ষকের আত্মীয় অনন্ত কুমার বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় কমিটির অন্যান্য সদস্যরাও এ বিষয়ে কিছু বলেন না। এ কারণেই অভিভাবক বিহীন হয়ে আছে বিদ্যালয়টি।
এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাব চন্দ্র রায় বিটিসি নিউজকে বলেন, প্রাথমিক বিদ্যালয় তো..! একটু এমন হবেই। শুধু এখানেই নয়, প্রায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়েই এমনটা হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোলায়মান মিয়া বিটিসি নিউজকে বলেন, বিষয়টি আমি শুনেছি তাদের বিরুদ্ধে শোকজ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.