বিটিসি বিনোদন ডেস্ক: বিশ্ববিখ্যাত টাইটানিক সিনেমার সেই আসাধারন জুটি জ্যাক-রোজ চরিত্র দুটি আজও দর্শক হৃদয়ে রোমান্সের শীর্ষে রয়েছে। হলিউডের বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী কেট উইনস্লেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও এই দুটি চরিত্রে অভিনয় করেছিলেন তা সবারই জানা।
১৯১২ সালের ১৩ এপ্রিল ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। আর তা নিয়ে সিনেমা নির্মান হয়েছিল হয় ১৯৯৭ সালে। এখনও টাইটানিক সিনেমাটি দর্শকের সামনে এলে তা উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। সম্প্রতি সেই টাইটানিকের নায়িকা রোজ আথাৎ কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট নিলামে তোলা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টাইটানিক সিনেমায় অভিনেত্রী কেট উইন্সলেট অন-স্ক্রিন চরিত্র ‘রোজ’-এর ভূমিকায় অভিনয়ের সময় পড়া একটি ওভারকোট আমেরিকার নিউ জার্সির নিলামকারী সংস্থা গোল্ডিন অনলাইনে নিলাম করতে চলেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানিয়েছেন, ওভারকোটটির দাম একশো হাজার ডলার অতিক্রম করে যাবে।
জানা যায়, ওভারকোটে গোলাপি উলের উপর কালো এমব্রয়ডারি করা হয়েছে। যা ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। স্কটের ডিজাইনের উপর ভিত্তি করে জে পিটারম্যান কোম্পানি এই কোটটি তৈরি করেন। টাইটানিকের জন্য পোশাক ডিজাইন করে স্কট একাডেমি পুরস্কারও পান।
শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পরই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিলাম। যে বেশি দাম দিতে পারবেন, তারই সংগ্রহে যাবে এই ওভারকোট।
টাইটানিক প্রথম সিনেমা যা কিনা প্রথম বিলিয়ন ডলারের ঘর অতিত্রম করেছিল। যা বক্স অফিসে ১.৮৪ বিলিয়ন ডলার আয় করেছিল। সিনেমাটি ১৪টি বিভাগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এবং সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা পোশাক ডিজাইনের জন্য অস্কারও পান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.