নির্বাহী আদেশেই নিষিদ্ধ দলের সিদ্ধান্ত বাতিলের দাবি – অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার

খুলনা ব্যুরো: অবৈধ সরকারের দেয়া নির্বাহী আদেশে বাতিল হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাহী আদেশেই নিষিদ্ধ দলের সিদ্ধান্ত বাতিলের দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
আজ শুক্রবার (২৩ আগস্ট) রাতে খুলনার সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি কমপ্লেক্স এ সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সভায় এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ইতোমধ্যেই বিষয়টি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে জানানো হয়েছে।
আগামী নির্বাচনে জামায়াতে ইসলামি এককভাবে লড়াই করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতের ইসলামি একটি নির্বাচনমুখী দল। গ্রহণযোগ্য সকল নির্বাচনে দলটি অংশগ্রহণ করবে। তবে এখনো বলার সময় আসেনি। পরিস্থিতি বিবেচনায় বলে দেবে কোন কৌশলে দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে।
তিনি জানান কৌশলগত কারণেই ২০ দলীয় জোটে তারা নেই। তবে বিগত এজোটের সকল শরিক দলের সাথেই সুসম্পর্ক রয়েছে তাদের। একটি শুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে তা দিতে প্রস্তুত জামায়াতে ইসলামী। এছাড়া ইসলামী দল গুলোর মধ্যেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে দলটি।
এ সময় বাংলাদেশ জামায়াতেইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালামআজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ওখুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনাজেলা আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলানায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীরহোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারিএডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান,অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গওসুল আযম হাদী, মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাতহোসেন মিলন ও সেক্রেটারি মুহাম্মদ নূরুল্লাহ, জেলা সভাপতি মো. রিয়াদ হোসাইন বেলাল, শ্রমিককল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.