ঢাকা প্রতিনিধি:অন্তবর্তী সরকার সংষ্কারের কথা বললেও গত ছয় মাসে সংষ্কারের কোন দৃশ্যমান কাজ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সব জায়গায় আওয়ামী স্বৈরাচারের দোসররা বসে আছে। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোন সংষ্কার কাজে দিবেনা বলেও জানান আমিনুল হক।
আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে উত্তরার ফায়দাবাদে রশিদ গ্রুপের আয়োজনে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ী ও লুঙ্গি বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আমিনুল হক অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন,গত ছয় মাসে আপনারা সংষ্কারের কথা বলছেন কিন্তু কোন দৃশ্যমান সংষ্কার আমাদের চোখে এখনও পর্যন্ত পরে নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনও পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভিতরে রয়েছে।কোথাও কোন স্থিতিশীলতা নাই।
এর কারন উল্লেখ করে তিনি বলেন,১৭ বছরের আন্দোলনের সফলতায় গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি।
এসময় বিএনপির এই নেতা বলেন, আমরা বাংলাদেশ থেকে তখনই পরিপূর্ণ ভাবে গণতন্ত্র ও স্বৈরাচার মুক্ত করতে পারব যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন রতন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য আলী আকবর আলী, রফিকুল ইসলাম খান, উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এফ ইসলাম চন্দন, সাবেক যুগ্ম সম্পাদক তারেক হাসান, উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বেপারি প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.