জয়পুুরহাট প্রতিনিধি: গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যতি রেখে অন্য কোন পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই।
বুধবার বিকেল ৫ টায় জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদের হল রুমে ৪৫ টি গ্রামীন রাস্তা ও ব্রীজের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে জয়পুুরহাট-২ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি এসব মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফিজুর রহমান মিলন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, পৌর মেয়র রাবেয়া সুলতানা, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ সালাম আকন্দ, পৌর মেয়র আলম চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জয়পুরহাট প্রতিনিধি নিরেন দাস। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.