নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা ২০ দলীয় জোটেরও

 

ঢাকা প্রতিনিধি: আজ রোববার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ আজ ১১ নভেম্বর দুপুর সোয়া ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে অলি আহমদ বলেন, ২৩ ডিসেম্বরের একদিন পর বড়দিনসহ অন্যান্য কারণে তফসিল একমাস পেছানোর দাবি করছি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.