নির্বাচনে অংশ নিবে ঐক্যফ্রন্ট, তফসিল পেছানোর দাবি

 

ঢাকা প্রতিনিধিদে‌শের গণতন্ত্র পুনরুদ্ধা‌রের আন্দোল‌নের অংশ হি‌সে‌বে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচ‌নে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ফ্র‌ন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হো‌সেন।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লা‌বে এক সংবাদ স‌ম্মেল‌নে এ কথা জানান তিনি। একইস‌ঙ্গে নির্বাচনের তফ‌সিল একমাস পি‌ছি‌য়ে দি‌য়ে নতুন তফ‌সিল ঘোষণার দাবি জানান গণফোরাম সভাপতি।

এ সময় বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএস‌ডির সভাপ‌তি আ স ম আবদুর রব, কৃষক শ্র‌মিক জনতা লী‌গের বঙ্গবীর কা‌দের ‌সি‌দ্দিকী, নাগ‌রিক ঐ‌ক্যের আহ্বায়ক মাহমুদুরর রহমান মান্না, ব্যা‌রিস্টার মওদুদ আহমদসহ জোট‌টির শীর্ষ নেতারা উপ‌স্থিত ছি‌লেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.