নিপুন ও রুমার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা প্রতিনিধিনয়াপল্টনে নাশকতার দুটি মামলায় আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যেক মামলায় ৭ দিন করে দুই মামলায় ১৪ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর এবং রিমান্ড বাতিল করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে যে কোনো একদিন তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

শুনানিকালে আসামিদের কারাগারে থেকে আদালতে হাজির করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.