নিউক্যাসলের গোলবন্যার রাতে যত রেকর্ড
বিটিসি স্পোর্টস ডেস্ক: শেফিল্ড ইউনাইটেডের কাছে যেন গতকাল ব্যাপারটা ছিল ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।’ নিয়মিত বিরতিতে একের পর এক গোল করে যাচ্ছিল নিউক্যাসল। গোলবন্যার ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড।
ব্রামাল লেনে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল নিউক্যাসল-শেফিল্ড ইউনাইটেড। শেফিল্ডকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের অ্যাওয়ে ম্যাচে এটা সবচেয়ে বড় জয়।
গত ২৪ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের এটাই সবচেয়ে বড় জয়। ১৯৯৯-এর সেপ্টেম্বরে শেফিল্ড ওয়েডনেজডেকে ৮-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল। নিউক্যাসলের হয়ে সেবার ৫ গোল করেন অ্যালান শিয়ারার। আর নিজেদের সবচেয়ে বড় জয় ম্যাগপাইরা পেয়েছিল ১৯৪৬ সালে। নিউপোর্ট কাউন্টিকে এফএ কাপে ১৩-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল।
৮-০ গোলের জয়ে নিউক্যাসলের কেউ হ্যাটট্রিক তো দূরে থাক, জোড়া গোলও করেননি। আটজন ভিন্ন ফুটবলার আটটি গোল করেছেন। যার শুরুটা ২১ মিনিটে করেন নিউক্যাসল মিডফিল্ডার শন লংস্টাফ। এরপর ৩১,৩৫, ৫৬,৬১, ৬৮,৭৩, ৮৭ মিনিটে গোল করেন ড্যান বার্ন, ভেন বটম্যান, কালাম উইলসন, অ্যান্থনি গর্ডন, মিগুয়েল আলমিরন, ব্রুনো গুইমারেজ, আলেক্সান্ডার ইসাক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে কোনো নির্দিষ্ট দলের আট ফুটবলার গোল করেছেন।
গত ৯০ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে এবারই প্রথম ৮ বা তার বেশি গোল হজম করল শেফিল্ড। এর আগে ১৯৩৩ এর নভেম্বরে শেফিল্ডকে ১০-৩ গোলে উড়িয়ে দিয়েছিল মিডলসবোরো। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.