নাশকতার অভিযোগে শ্রমিক দলের সভাপতিসহ তিন বিএনপি নেতা গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলীসহ তিন নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার (৩০ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এই নেতাদের পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী (৫৪), বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৫) সদরউপজেলা ষাটগম্বুজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোতালেব হাওলাদার (৫৪)। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম বিটিসি নিউজকে জানান, শহরের পরিবেশকে অশান্ত করতে জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী ও বিএনপি নেতা কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল শনিবার রাতে ওই এলাকায় একটি গোপন বৈঠক করছে, এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়।
তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ লিয়াকত আলীসহ তিন বিএনপি নেতাকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায় বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।
এদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বেশ কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। আজ রবিবার দুপুরে তাদের আদালতে পাঠালে বিচারক এই তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.