নালিতাবাড়ীতে ভারত থেকে চোরাই পথে আসা কোটি টাকার মালামাল জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ভারত থেকে অবৈধভাবে আনা ট্রাকবোঝাই ৭২১টি কম্বল ও ৩০৫ বস্তা জিরা জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে শেরপুর সেনা ক্যাম্প।
এর আগে, বুধবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সেনাবাহিনীর ১৩ বীরের শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, লেফটেন্যান্ট সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়।
এসময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে স্থানীয় মো. রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। পরে সেখানে আরও তল্লাশি করে অবৈধভাবে আমদানি করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
উদ্ধার করা কম্বলের মূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং উদ্ধারকৃত জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এছাড়া এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয় যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
শাল পোড়ানোর পর এবার স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন দিলেন রিজভীশাল পোড়ানোর পর এবার স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন দিলেন রিজভী তবে অভিযানের সময় বাড়ির মালিক ও এসব পণ্য চোরাকারবারির সাথে জড়িত রুহুল আমিন আগেই পালিয়ে যান। রুহুল আমিন এর আগেও ভারতীয় চিনি চোরাকারবারির অভিযোগে পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।
ক্যাপ্টেন নাহিয়ান বলেন, উদ্ধার করা মালামাল তালিকা করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিটিসি নিউজকে বলেন, জব্দ করা মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.