রংপুর প্রতিনিধি:এক দফা দাবি আদায়ে বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী শহরের বনানী বেতগাড়ী এলাকায় মহাসড়কের দুপাশ তারা অবরোধ করে রেখেন। এতে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী৷
শিক্ষার্থীদের এক দফা দাবি হলো: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমান করতে হবে। সেটি না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা।
বাসযাত্রী মাহামুদুল হাসান বলেন, ‘কোনো কিছু হলেই মানুষ এখন রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। এতে আমাদের মতো হাজারো মানুষ দুর্ভোগে পড়ছেন।
রাস্তায় দাঁড়ালে কি সব সমস্যার সমাধান হয়? প্রশ্ন রাখেন তিনি।
বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী আফরিন আক্তার বলেন, ‘এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা করতে হয়। তিন বছর ডিপ্লোমা করার পরেও এইচএসসি সম্মান মর্যাদা দেয়া হয়। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করতে হবে। আজ সড়ক অবরোধ হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
নাজমুল হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসেছি। ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছি, সড়কে দাঁড়িয়েছি। জনদুর্ভোগ হচ্ছে। আমরা চাই, ভবিষ্যতে যেন আর কোনো জনদুর্ভোগ না হয়, এমন আন্দোলন আমাদের করতে না হয়। আমাদের দাবি মেনে নিয়ে সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়।’
এ দিকে শিক্ষার্থীদের পাশেই পুলিশ সদস্যরা সতর্ক অবস্থা নিয়ে আছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.