বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় জেলা হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে নার্সিং সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা কর্মসূচিতে জেলা হাসপাতালে কর্মরত নার্সদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, সেবা নার্সিং ইনস্টিটিউট, বিজয় নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জানানো হয়, মাকসূরা নূর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তিনি নার্সদের বদলি বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত।
এ সব বিষয়ে কথা বলতে গেলে নার্সদের সঙ্গে অশোভন আচরণ ও কটাক্ষ করেন তিনি। নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন। তার এমন মন্তব্য নার্সিং সমাজকে ব্যথিত ও ক্ষুব্ধ করে তুলেছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.