বিটিসি বিনোদন ডেস্ক: অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান বর্তমানে নির্মাতা হালিনা রেইজনের ‘বেবিগার্ল’ সিনেমায় অভিনয় করছেন। তাকে বেশিরভাগ সময় নারী নির্মাতের সঙ্গে কাজ করতে দেখা যায়। ৮ বছরেরও বেশি সময় ধরে ১৯ জন নারী নির্মাতার সঙ্গে তিনি কাজ করেছেন।
সম্প্রতি এই বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন নিকোল।
টাইম ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে, অস্কারজয়ী এই অভিনেত্রী জানিয়েছেন, ২০১৭ সালে ‘মি টু’ আন্দোলনের পর থেকে প্রতি ১৮ মাসে তিনি একজন নারী নির্মাতার সঙ্গে কাজ করেছেন। এমনকি গত আট বছর ধরে, তিনি সিনেমা এবং টিভি শোতে কমপক্ষে ১৯ জন নারী নির্মাতার সঙ্গে কাজ করেছেন।
কিডম্যান ব্যাখ্যা করে বলেছেন, ‘প্রায়ই নারী নির্মাতারা তাদের প্রথম প্রজেক্ট ‘নিখুঁত’ হওয়ার জন্য অযৌক্তিকভাবে চাপের মুখে পড়েন। তবে আশাবাদী নিকোল। ‘বিগ লিটল লাইস’ তারকা বলেন, ‘এই অবস্থার পরিবর্তন হতে পারে যদি শুধুমাত্র নারীদের নিয়েই সিনেমা হয়।’
হলিউডে নারী নির্মাতাদের অবস্থান পরিবর্তনের জন্য নিকোল সদা সচেষ্ট রয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০২৪ সালের ইরোটিক থ্রিলারে ‘বেবিগার্ল’ পরিচালক হালিনা রেইজনের সাথে জুটি বেঁধেছেন।
রেইজন এর আগে দ্য হলিউড রিপোর্টারকে বলেছিলেন, ‘নারীবাদ এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যারা কাজ করেন, এমন কয়েকজনের মধ্যে নিকোল অন্যতম।’
নিকোল কিডম্যান এই যে এত নারী নির্মাতার সঙ্গে জুটিবেধে কাজ করেন, তার একটি কারণ হল, তিনি চান সিনেমা ইন্ডাস্ত্রি থেকে যেন নারীদের কর্মসংস্থান হয়। শুধুমাত্র এ কারণেই তিনি নারী নির্মাতাদের সঙ্গে কাজ করতে রাজি হন।
নারীদের ‘সুপারওম্যান’ আখ্যা দেওয়াও নিকোলের পছন্দ নয়। এ বিষয়ে তিনি বলেন, “মানুষ বলে, ‘তুমি একজন সুপারওম্যান’, আমি এই কথাকে ঘৃণা করি।”
অভিনেত্রী স্বীকার করেছেন যে, তিনিও অন্য নারীদের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হন, এমনকি মাঝে মাঝে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভাবেন।
তিনি বলেন, ‘যখন আমার ক্যারিয়ারে পছন্দমতো কোনও কাজের অফার আসেনি, যখন ব্যাপক সমালোচনা বা হুমকির সম্মুখীন হতে হয়েছে, যখন আমার আত্মসম্মান ভেঙে পড়েছিলো, যখন আমি কষ্টে শোকে ডুবে গিয়েছিলাম সেসময় ছিল খুব কঠিন। এমনকি আমাকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়। এসমস্ত দিনে আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি মানসিক যন্ত্রণায়। এটা খুবই ভয়াবহ অভিজ্ঞতা।’
তবে, কিডম্যান আপাতত কোথাও যাচ্ছেন না। কারণ তার বেশ কিছু আসন্ন সিনেমার কাজ চলছে। যার মধ্যে রয়েছে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর সিক্যুয়েল এবং ‘বিগ লিটল লাইস’র তৃতীয় সিজন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.