নারীর অধিকার, বৈষম্য নিয়ে যা বললেন মিথিলা

বিটিসি বিনোদন ডেস্ক: ‘আমার মনে হয়, নারী সমতার বিষয়টি সবাই চায়। কারণ, নারীরা যদি পিছেয়ে থাকে বা অধিকারগুলো না পায়, তাহলে পৃথিবী তো সামনে এগিয়ে যেতে পারবে না।
তাই বলবো, নারীর অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এবং নারীরা যেন বৈষম্যের শিকার না হয়। ’ কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শুক্রবার (১৬ মে) অনুষ্ঠিত হয় ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি। যেখানে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। একইদিন রাতে আরেকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে নারীর অধিকার ও বৈষম্যর বিষয়ে কথাগুলো বলেন মিথিলা।
মিথিলা দুই বাংলায় বেশ জনপ্রিয়। ঢাকার পাশাপাশি কলকাতায়ও নিয়মিত কাজ করছেন তিনি। তবে সংখ্যায় কম। অভিনয়ের বাইরে উন্নয়নকর্মী হিসেবে ফুলটাইম চাকরিও করেন মিথিলা। তাই অভিনয় নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারেন বলেও এদিন জানালেন তিনি।
মিথিলা বলেন, অনেকেই জানেন আমি একজন উন্নয়নকর্মী। এটা আমার ফুলটাইম চাকরি। সেখানে আমাকে বেশি সময় দিতে হয়। পাশাপাশি অভিনয় করি। তাই অভিনয় নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারি না।
নতুন কাজ নিয়ে মিথিলা আরও বলেন, গত ঈদে আমার ‘অ্যালেন স্বপন টু’ মুক্তি পেয়েছে। এটা নিয়ে দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি। এছাড়া সম্প্রতি দ্বীপ্ত টিলিভিশনে একটি ট্যালেন্ট শো-এর কাজ শেষ করেছি। এখানে আমি বিচারক হিসেবে ছিলাম। এই শো-এর মাধ্যমে আমরা কিছু নতুন মুখ পেয়েছি। সামনে যদি ভালো কাজ পাই অবশ্যই অভিনয় করবো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.