নাটোর আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি টগর, সম্পাদক মুক্তা

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মো. আবু আহসান টগর এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. শরীফুল হক মুক্তা বিজয়ী হয়েছেন।

নিবাচনে ১১টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৭টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ী হয়েছে।
বাকী তিনটি পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ১০টি পদের মধ্যে মাত্র ৩টি পদে আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে সমিতির ভবনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম শাহজাহান কবীর এ ফলাফল ঘোষণা দেন।
নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মো. আবু আহসান টগর ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রার্থী প্রসাদ কুমার তালুকদার পেয়েছেন ১২২ ভোট। সাধারণ স¤পাদক পদে মো. শরীফুল হক মুক্তা ১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন সাজু পেয়েছেন ১১৪ ভোট।
এছাড়া, সিনিয়র সহ-সভাপতি পদে এস এম লুৎফর রহমান রাব্বানী পেয়েছেন ১৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রদীপ কুমার চৌধুরী পেয়েছেন ১১১ ভোট। জুনিয়র সহ-সভাপতি পদে মো. হারুন অর রশিদ বুলবুল পেয়েছেন ১৬৪ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আখতার হোসেন পেয়েছেন ১১২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদ মাহমুদ ১৬১ ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাজী তাজউদ্দিন আহমেদ পেয়েছেন ১১৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মো.মোখলেছুর রহমান মিলন পেয়েছেন ১৫৬ ভোট।
প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. মমতাজ রায়হান পেয়েছেন ১২৮ ভোট। পাঠাগার স¤পাদক পদে মো. শরিফুল ইসলাম ইমন ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. নাজমুল হক পেয়েছেন ১২৪ ভোট। নিরীক্ষন সম্পাদক পদে মোঃ আরিফুল ইসলাম ১৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি মো. মোস্তাফিজুর রহমান আনছার পেয়েছেন ১১৬ ভোট।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বাকী বিল্লাহ পেয়েছেন ১৯১ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. সাইদুল ইসলাম পেয়েছেন ৯১ ভোট। আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো.মাহমুদুর রহমান ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ হাফিজুর রহমান পেয়েছেন ১৩৭ ভোট। এছাড়া মহিলা সম্পাদিকা পদে মোছা আরজুমান্দ বানু পুম্প পেয়েছেন ১৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোছাঃ দিনাই তাসরিন পেয়েছে ১৪০ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম শাহজাহান কবীর বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় আইনজীবী সমিতির নিজস্ব ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শাহজাহান কবীর ফলাফল ঘোষণা করেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ স¤পন্ন হয়েছে। শিগগিরই নির্বাচিতদের শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে।
মঙ্গলবার সকাল ৯টা একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.