নাটোর প্রতিনিধি: নাটোরে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ১০২টি সরকারি কলেজের ৬২০জন ক্যাডেটকে নিয়ে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এই ক্যাম্প বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধণ করেন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসহাক।
১০দিন ব্যাপী রেজিমেন্টাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও ২০২৪ সালের জুলাই বিপ্লবে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইসহাক বলেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। বৈষম্য বিহীন অসিম সম্ভবনাময় নতুন বাংলাদেশ পুন:গঠনের বিশাল সুযোগ পেয়েছি।
তিনি বলেন, এই ক্যাম্প শুধুমাত্র কোন রুটিন আনুষ্ঠানিকতা নয়, বরং একটি একটি সুযোগ। একটি নতুন সম্ভবনা। এই ক্যাম্পের মাধ্যমে ক্যাডেটরা শৃংখলা, নেতৃত্ব ও একতাবদ্ধতার শক্তিকে নুতন করে উপলদ্ধি করতে সক্ষম হবে।
তিনি উপস্থিত ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আমাদের জাতির ভবিষ্যত। একটি গর্বিত দৃঢ় চেতা এবং দেশ প্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রাথমিক স্তম্ভ। এই ক্যাম্প তোমাদের শিখাবে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় কিভাবে দেশ ও জাতির জন্য নিয়োজিত হতে হয়। ব্যক্তিতের উন্নয়ন, নেতৃত্বের গুনাবলি অর্জন এবং তরুন তরুনীদের মধ্যে জাতীয় সেবার প্রতি আকর্ষিকতা ও পারস্পরিক বন্ধুত্বের মনোভাব গড়ে তোলাসহ ৫টি গুরুত্বপূর্ন উদ্দেশ্য নিয়ে ১৯৭৯সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠিত হয়েছিল। ৩৫বিএনসিসি ব্যাটালিয়ানের ক্যাডেট মো: শিহাব আহমেদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.