নাটোরে বিএনপির মনোনয়নের আনন্দ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নাটোর-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার আনন্দ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ছাত্রদল নেতা মোঃ সেলিমকে ছুরিকাঘাতে মারাত্মকভবে আহত ও এবং এক বিএনপি সমর্থক ব্যবসয়ীর দোকান ভাংচুর করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম-গুরুদাসপুর নিয়ে গঠিত নাটোর-৪ আসনে গুরুদাসপুর থানা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মনোনয়ন পাওয়ায় সন্ধ্যায় তাঁর কর্মী সমর্থকরা তাৎক্ষণিক চাঁচকৈড় বাজার এলাকায় একটি আনন্দ মিছিল বের করে।
মিছিলটি চৈতালী হাট মোড়ে গেলে এসময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন কর্মী সমর্থক তাদের ওপরে চড়াও হয়ে হামলা চালায়। হামলাকারীরা মিছিলে থাকা ছাত্রদল নেতা মোঃ সেলিমকে ছুরিকাঘাতে মারত্মকভাবে আহত এবং বিএনপি সমর্থক ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলামের গদিঘর ভাংচুর করে। আহত ছাত্রদল নেতা মোঃ সেলিমকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকগণ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এব্যাপারে ভয়ে আহত মোঃ সেলিম এবং ব্যবসায়ী জহুরুল ইসলাম থানায় জিডি করতেও সাহস পাচ্ছেন না বলে জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.