নাটোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে রোববার জেলা বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার সকাল সোয়া ১০ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসুচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চ, জেলা যুবদল সভাপতি এ হাই তালকুদার ডালিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান, নাটোর সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.