নাটোর প্রতিনিধি: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ বলছে, বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, বৃহস্পতিবার ভোরে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী চিনিবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা ও কাভার্ডভ্যানের চালক জুয়েল মন্ডল মারা যান।
একই সময় নাটোর সদর উপজেলার বারুরহাট এলাকায় মোংলা থেকে নীলফামারীগামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে আক্তারুজ্জামান নামে নীলফামারী জেলার এক যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।
এর আগে গতরাতে সদরের দত্তপাড়া এলাকায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম (২৪) নামে পিকআপের হেলপার নিহত হয়। তার বাড়ি পাবনা জেলায়।
ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিটিসি নিউজকে বলেন, দুর্ঘটনার কারণগুলোতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূলত চালকদের ক্লান্তি, অতিরিক্ত গতি ও ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার পেছনে মূল ভূমিকা রাখছে। আমরা নিয়মিত মহাসড়কে টহল দিচ্ছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.