নাটোরে নদ-নদী দুষণমুক্তের দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি: জেলার সকল নদ-নদী দুষণমুক্ত ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখার দাবিতে মানববন্ধন করেছে গ্রীণ ভয়েস নামের একটি পরিবেশবাদী সংগঠন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে ‘গ্রীন ভয়েস নামের সংগঠনের সদস্যরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের নাটোর জেলা সভাপতি রিমান মৃধা, সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক স¤পাদক তাহসানুর রহমান কাব্য প্রমুখ।
এ সময় নাটোরের সকল নদ-নদীকে দূষণ, দখলমুক্ত ও নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক রাখার দাবি জানান বক্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.