নাটোর প্রতিনিধি: নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দূর্বত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় নাটোর শহরের চকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নাটোর স্টেশন অফিসার ফিরোজ কুতুবী বলেন, রাত পৌনে ১১টার দিকে দাঁড়িয়ে থাকা সামি জনি ও রাজকীয় নামে দুটি বাসে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, এটি নাশকতা। দাঁড়িয়ে থাকা ২টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। নির্বাচন এগিয়ে আসায় অবরোধকারীরা এই নাশকতা করেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বিটিসি নিউজকে বলেন, দাঁড়িয়ে থাকা সামি জনি ও রাজকীয় নামে দুটি বাসে আগুন দেয়া হয়েছে। নাশকতাকারীদের আটকের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.