নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। টুর্ণামেন্টে বালক ও বালিকা উভয় পর্যায়ে সাতটি করে উপজেলা দল অংশগ্রহন করছে।
নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন বৃহস্পতিবার সকাল দশটায় নাটোর স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস।
বালক বালিকা-উভয় পর্যায়ের উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে লালপুর উপজেলা এবং বাগাতিপাড়া উপজেলা দল। ১৯ জানুয়ারি বালক ও বালিকা গ্রুপে দুইটি করে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.