নাটোরে জাতীয় নাগরিক কমিটির সভায় বক্তারা: দেশে আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটলেও ভারত তখন চুপ ছিলো

নাটোর প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শুক্রবার নাটোর রাইজিং এর মতবিনিময় সভায় অতিথিরা বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে, সেসব ঘটনার কোন জবাব তো ভারত কখনো চায়নি।
শুক্রবার দুপুরে শহরের জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য মনিরা শারমিন, তাহসিন রিয়াজ ও সাঈদ মোস্তাফিজ। সভায় তাহসিন রিয়াজ বলেন, ফ্যাসিবাদের সম্প‚র্ণ বিলোপ এখনও ঘটেনি।
৫ তারিখের পর থেকে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে। যারা এইসব ইস্যুতে ষড়যন্ত্র করছে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে, সেসব ঘটনার কোন জবাব তো ভারত কখনো চায়নি।
ছাত্র আন্দোলনে হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে চাঁদাবাজির জন্য নয়। আমাদের সাথে কারো শত্রুতা নাই, তবে দুর্নীতি, চাঁদাবাজির ব্যাপারে কোন আপোষ নাই।
মনিরা শারমিন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা বুলেটের ভয় পাইনি, এখন আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা থানা সহ বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করবো যাতে তরুণরা তৃনমুল থেকে রাজনৈতিক ভাবে সবাইকে সচেতন করতে পারবে। এই রাজনীতি কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না।
সাঈদ মোস্তাফিজ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাটোরের কুলাঙ্গার জুনাইদ আহমেদ পলকের ভ‚মিকা অত্যন্ত নিন্দনীয় ছিলো। তার এই ভ‚মিকাতে নাটোরবাসী লজ্জিত। তার লোক দেখানো উন্নয়নে অপকর্ম গুলো ধামাচাপাই থাকতো। আমরা চাই তরুণরা রাজনীতিতে যুক্ত হোক। বাংলাদেশে আমরা স¤প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নাটোরের তৌফিক নিয়াজ, সৈয়দ মিলন, শিশির, রবিন আহমেদ তামিম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নাটোরের সিংড়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতা মঞ্জুরুল আলম হাসুর উপস্থিতি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.