নাটোরে ‘জনতার বাজারে’ প্রতি কেজি গরুর মাংস ৬৪০টাকায়

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের কসাইরা ৭শ’ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করলেও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের জনতার বাজারে গরুর মাংস বিক্রি করছেন ৬শ ৪০ টাকায়। শুধু দামই কম না নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা বিবেচনায় ২শ ৫০ গ্রাম মাংসও বিক্রি হচ্ছে জনতার বাজারে।দ্রব্য মূল্য উর্দ্ধগতির মধ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে কম দামে গরুর মাংস পেয়ে ভির করনে ক্রেতারা।
নাটোর শহরের প্রথমবারের মতো ২শ ৫০ গ্রাম বিক্রি হওয়ায় খুশি ক্রেতারা। এছাড়া কসাইদের চেয়ে কম দাম ও ভালো মানের মাংস এখানে পাচ্ছেন বলে দাবি করেন ক্রেতারা।
ফারুক আহমেদ নামে এক ক্রেতা বলেন, শহরে কসাইয়ের কাছে প্রতি কেজি মাংস ৭০০ টাকা। এখানে কেজিতেই ৬০ টাকা কম। গতকালকে মাইকিং করেছিল, সেটি শুনে এসেছি। মাংসের মান ও খুব ভালো।
নাটোর স্বার্থ রক্ষা কমিটি’র সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, জনতার বাজারে শাক-সবজি’র পরে এবার গরুর মাংস সুলভ মূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের চেয়ে কম দামে ভোক্তাদের কাছে ষাঁড়ের মাংস সরবরাহ করা হচ্ছে।
আয়োজক মেহেদী হাসান জানান, প্রতি মঙ্গলবার ও শুক্রবার নাটোরের মাদ্রাসা মোড়ে জনতার বাজারে ৬শ ৪০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হবে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে জনগণের কথা বিবেচনা করে আমাদের এ উদ্যোগ। এতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.