নাটোরে চাষের জন্য আবাদী জমি লীজ নিয়ে নিজেই মালিক সাজার চেষ্টায় আদালতে মামলা

নাটোর প্রতিনিধি: নাটোরে চাষ করার জন্য বর্গা হিসেবে আবাদী জমি লীজ নিয়ে জমির মালিককে টাকা বা ফসল না দিয়ে নিজেই মালিক সাজার চেষ্টা করায় আদালতে মামলা করা হয়েছে।

জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তারাই এলাকার শওকত আলীর ছেলে মোঃ আবু বক্কর ছিদ্দিক জানান, তিনি গত ১৯৮৭ সালে একই এলাকার গয়েশ আলীর ছেলে মোঃ আকতার আলীর কাছ থেকে চল্লিশ শতক জমি কিনে যথাযথ ভাবে খাজনা খারিজ করে জমিটি ভোগ দখল কওে আসছেন।

গত ২০১৭ সালে জমির মালিক মোঃ আবু বক্কর ছিদ্দিক বর্গা হিসেবে চাষ করার জন্য বার্ষিক সাড়ে ১২ হাজার টাকার চুক্তিতে স্থানীয় দানেশ উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে দেন।

শর্ত অনুযায়ী টাকা বা ফসল দিতে গড়িমষি করায় জমির মালিক আবু বক্কর ছিদ্দিক নিজেই তার ওই জমি চাষ করার উদ্যোগ নিলে বর্গা চাষী রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে তাতেও বাধ সাজে।

এব্যাপারে জমির মালিক আবু বক্কর সিদ্দিক সংশ্লিষ্ট ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন। অভিযোগের তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান বর্গা চাষী রফিকুল ইসলামকে শর্ত অনুযায়ী জমির মালিকের পাওনা সব টাকা পরিশোধ করার নির্দেশ দেন।

এতেও লীজ গ্রহীতা রফিকুল ইসলাম আপত্তি করায় আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়। আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিলে ডাহিয়া ইউনিয়ন পরিষদের উপ-সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর কবির সরকার রহস্যজনক কারণে নিজ হাতে ওই জমির খাজনা খারিজ গ্রহন করার পরেও বিপক্ষে তদন্ত রিপোর্ট পেশ করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.