নাটোরে খালের ওপর ৩২টি বাঁধ অপসারন : ৫’শ একর জমির ফসল রক্ষা


নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার থেকে দোলেরভাগ ব্রীজের মোড় পর্যন্ত প্রায় ১কিলোমিটার খাল। এই এক কিলোমিটার খালের ওপর রয়েছে অন্তত ৩২টি বাঁধ।

স্থানীয় লোকজন নিজেদের বাড়িতে যাওয়ার জন্য চিকন রাস্তা তৈরি করে পানি প্রবাহ বন্ধ করে দেয়। এতে করে বালিয়াডাঙ্গা ও বিলটুঙ্গি এলাকার প্রায় ১৫০০ বিঘা (৫০০ একর) কৃষি জমির পানি হুজাই নদীতে প্রবেশ বাধাগ্রস্ত হয়ে পড়ে। এতে করে বন্যার সময় ব্যাপক ফসলহানি ঘটে।

অবশেষে সেই এক কিলোমিটার কালের বাঁধ অপসারনের কাজ শুরু করেছে সদর উপজেলা প্রশাসন। দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু হাসানের নেতৃত্বে খালের বাঁধ অপসারনের কাজ শুরু হয়। এতে করে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে জমিগুলো।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ঈদের আগে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করি। আজ বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বাঁধগুলো অপসারনের কাজ শুরু হয়েছে। আশা করছি একদিনের মধ্যেই কাজটি স¤পন্ন হবে।

এসময় তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধান উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.