নাটোরে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের ওপর হমালার প্রতিবাদে প্রতিবাদ সভা

নাটোর প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের ওপর হমালার প্রতিবাদে নাটোরে কর্মরতাগণমাধ্যম কর্মিদের উদ্যোগে ইউনাইটেড প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর (অবঃ) সুবিধ কমুার মৈত্র, লাঠি বাঁশীর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ি আব্দুস সালাম,দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ এববং দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনাইটেড প্রেসক্লাবের সহ-সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিেিনর নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম, সাংবাদিক গোলাম মোস্তফা, সুফি মোহাম্মাদ সান্টু, নাইমুর রহমান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, গুরুদাসপুর চলববিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাস, শুভসংঘনাটোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত প্রমুখ।
বক্তারা, ইস্ট মিডিয়া হাউজে হামলা, ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বলেন, রাস্ট্রের চতুর্থ স্তম্ভ গণ মাধ্যমের উপর এ রুপ হামলা গণতন্ত্রেও জন্য অন্তরায় এবং স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে একটি বড়ধরণের হুমকি।
বক্তারা অবিলম্বে ১৫ আগস্টে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.