সাহিত্য পাতাব্রেকিং নিউজরাজশাহী নাটোরের লালপুরে ৫ দিনব্যাপী ২১শে বইমেলার উদ্বোধন By বার্তা কক্ষ On ফেব্রু. ২০, ২০২৪ Share নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ৫ দিনব্যাপী অমর ২১শে বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে লালপুর পাবলিক লাইব্রেরীরআয়োজনে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। এসময় লাইব্রেরীর সভাপতি খাজা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহকারি কমিশনার (ভৃমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম প্রমূখ। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.