নাটোরের লালপুরে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তিন স্কুল ছাত্রের

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ওয়ালিয়া-কদিমচিলান সড়কের সেকচিলান গ্রামে এদূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯), এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮), তারা সবাই সেকচিলান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে যোগে ওয়ালিয়া বাজার থেকে বেপরোয়া গতিতে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, দুর্ঘটনার জন্য মোটরসাইকেল আরোহী দায়ী। তারা দ্রুত গতিতে যাচ্ছিলেন।ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.