নাটোরের লালপুরে মানুষে মানুষে শত্রুতা প্রাণ গেল ৫ শতাধিক কলা গাছের


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে কামারুজ্জামান (৪৫) নামে এক কৃষি উদ্যোক্তার বাগানে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর গ্রামের মিশ্র ফল বাগানে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী ওই কৃষি উদ্যোক্তা।
ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা কামরুজ্জামানের বলেন, আমার মিশ্র ফল বাগানে প্রায় ২ হাজার গৌরমতি ও কাটিমন আম গাছ আছে। তার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে কে বা কাহারা বিজয়পুর পশ্চিমপাড়া মাঠের বাগানের পাঁচ শতাধিক উন্নতজাতের গৌরমতি ও কাটিমন আমসহ ড্রাগন, বেদানা, নারিকেল, পেপে, মেওয়া ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, ভুক্তভোগীর বাগানটি একজন সফল কৃষি উদ্দ্যোক্তার। গতকাল রাতে কিছু দুর্বৃত্তকারীরা তার বাগানে প্রায় সাড়ে পাঁচ শতাধিকের উপর গাছ কেটে নষ্ট করেছে। মিশ্র ফল বাগানটি পরিদর্শন করেছি। এই কৃষি উদ্যোক্তা ব্যপক ক্ষতি গ্রস্ত হয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে কোন প্রকার সাহায্য করার সুযোগ থাকলে অবশ্যই আমার সেটা করব।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন বিটিসি নিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.