নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে একশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সহ রিনা খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলায় চেকপোস্ট বসিয়ে ভ্যানে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
ওই নারী উপজেলার মোমিনপুর গ্রামের আনোয়ার হোসেন কালুর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল করিম ও এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে শিমুলতলা নামক স্থানের চেকপোস্ট বসিয়ে গোপালপুর থেকে লালপুরগামী এক ভ্যান যাত্রীকে তলাশী করে একশ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.