নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চলমান একটি চক্ষু শিবিরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ভুয়া চক্ষু ডাক্তারকে আটক করেছে। এ সময় আদালত জাল সার্টিফিকেট ব্যবহার করে চক্ষু শিবির পরিচালনা করায় শাহিন আলম (৩৪) ও স্বপ্না খাতুন (৩০) নামে ২ ভুয়া চক্ষু ডাক্তারকে জেল ও জরিমানার আদেশ প্রদানে করে।
মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামের জিল্লুর রহমান তোতার বাড়িতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত চোখের আলো চক্ষু হাসপাতালের নামে ফ্রি চক্ষু শিবির চলাকালে সহকারী কমিশনার (ভৃমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে শাহিন আলম ও স্বপ্না খাতুনকে তাদের পেশাগত সার্টিফিকেট দেখাতে বললে তারা কম্পিউটার থেকে তৈরীকৃত সার্টিফিকেট দেখালে তা জাল প্রমানিত হয়।
পরে আদালত মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্ত উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বিটিসি নিউজকে জানান, বিকেলে আটককৃত দুই ভুয়া ডাক্তারকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.