নাটোর প্রতিনিধি:শ্রমিকদের বেতন সর্বনিম্ন ১২ হাজার টাকা করাসহ ১৯ দফা দাবীতে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে নাটোরের কিশোয়ান এ্যাগ্রো প্রোডাক্টস্ লিমিটেডের শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা কাজ বন্ধ করে প্রতিষ্ঠানের গেটের সামনে এই কর্মসুচি পালন করে।
কর্মসুচি পালনকালে শ্রমিকরা তাদের বেতন সর্বনিম্ন ১২ হাজার টাকা করা, দুই ঈদে বোনাস ও গিফ্ট প্রদান, বছর শেষে সর্বনিম্ন শতকরা ৩০ ভাগ বেতন বৃদ্ধি, দূর্ঘটনা ঘটলে শতভাগ ক্ষতিপূরণ প্রদান এবং নিহত হলে প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা সহ ১৯ দফা দাবী উল্লেখ করে শ্লোগান দিতে থাকে।
শ্রমিকরা জানায়, তাদের দাবী সমূহ পূরণ না করা পর্যন্ত তারা কাজে ফিরবে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.