নাটোর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী পরিবর্তনের দাবীতে রোববার বিকেলে ট্রেন অবরোধ কওে বিক্ষোভ করেছে বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল বিরোধী নেতাকর্মীরা।
লালপুরের চংধুপইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হকের নেতৃত্বে বিক্ষোভকারীরা রোববার সন্ধ্যার আগে আব্দুলপুর জংশনে যাত্রীবাহি ট্রেন উত্তরা অবরোধ করে।
এসময় দুইপাশে আরো দুটি ট্রেন রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা ও খুলনা থেকে চিলাহাটিগামী খুলনা মেইল আটকা পড়ে। পওে বিপুল সংখ্যক পুলিশ এসে তাদের বুঝিয়ে আধাঘন্টা পর ট্রেন লাইন থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভকারীরা এসময় এই আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ওতার ভাতিজা লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের পক্ষে এবং বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল বিরোধী শ্লোগান দিতে থাকে। তারা এই আসনের মনোনয়ন পরিবর্তন করার জন্য দলের প্রধান শেখহাসিনারকাছে দাবী জানান।
এ সময় চংধুপইল ইউনিয়নআওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক ছাড়াও শামীম আহমেদ সাগরের অনুসারী কৃষক লীগ নেতা উজ্জল হোসেন, লালপুর উপজেলা যুবলীগের সদস্য সুমন প্রামানিক বিক্ষোভে নেতৃত্ব দেন।
আব্দুলপুর পুলিশ ফাঁড়ির এসআই জামাল হোসেন জানান, বিক্ষোভকারীদের বুঝিয়ে অল্প সময়ের মধ্যেই ট্রেনলাইন থেকে সরিয়ে দেয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.