নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ডাকাতদের সঙ্গে সংঘর্ষে নিহত ৫০ জন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:  নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ডাকাতদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এই ডাকাতরা গবাদিপশু লুন্ঠন, হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত।  গতকাল শুক্রবার সরকারী কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

স্পিকার সুনউসি রিকিজি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে বেসামরিক মিলিশিয়া বাহিনীর সদস্যরা জঙ্গলে দস্যুদের মোকাবিলা করে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে।’

তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান।

রিকিজি আরও বলেন, নিহতদের মধ্যে মিলিশিয়া বাহিনীর সদস্য স্থানীয় মানুষও রয়েছেন। স্থানীয়রা দস্যুদের মোকাবিলায় মিলিশিয়াদের ডাকে তারা সাড়া দিয়েছিল।

দস্যুরা দীর্ঘদিন ধরেই জামফারার গ্রামীণ বসতিগুলোতে হামলা চালিয়ে আসছে।

তারা গ্রামগুলোতে হামলা চালিয়ে গবাদিপশু চুরি করে, বাড়িঘর জ্বালিয়ে দেয়, খাদ্যশস্য লুটে নিয়ে যায় ও মুক্তিপণের জন্য গ্রামবাসীদের অপহরণ করে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.