খুলনা ব্যুরো: খুলনায় নভোথিয়েটার, জিয়া হল, এবং আধুনিক কসাইখানা প্রকল্প বাস্তবায়নের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ সম্মেলন হয়। এতে কমিটির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান লিখিত বক্তব্যে জানান, খুলনায় ৫৫৩ কোটি টাকা ব্যয়ে নভোথিয়েটার নির্মাণের পরিকল্পনা থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তা বাতিল করেছে। প্রকল্পটি ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি একনেক বৈঠকে অনুমোদিত হয়েছিল এবং নগরীর সিএন্ডবি কলোনিতে নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল। তবে স্থানের আপত্তির অজুহাত তুলে এটি বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, “দেশের অন্যান্য বিভাগীয় শহরে নভোথিয়েটারের কাজ এগিয়ে গেলেও খুলনায় এটি স্থগিত রাখা খুলনাবাসীর প্রতি চরম বৈষম্যের উদাহরণ।”
একইসঙ্গে জিয়া হলের অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১৫০০ কোটি টাকা) এবং আধুনিক কসাইখানা নির্মাণ প্রকল্প (৮৩ কোটি টাকা) বাতিল করায় খুলনাবাসীর উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মত দিয়েছেন কমিটির নেতারা। তারা এই তিনটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
নেতৃবৃন্দ স্থান নির্ধারণসংক্রান্ত জটিলতা নিরসন করে দ্রুত নভোথিয়েটার প্রকল্প পুনরায় চালু করার আহ্বান জানান। তারা বলেন, “এমন সিদ্ধান্ত খুলনার উন্নয়নকে পিছিয়ে দিচ্ছে। সরকারকে খুলনার প্রতি মনোযোগ বাড়াতে হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি মো. নিজামউর রহমান লালু, সাংগঠনিক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, প্রকৌশলী রফিকুল আলম সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.