নবীগঞ্জে মিশুকের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু 

 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নে কেলি কানাইপুর গ্রামের নিকটবর্তী এলাকা ভবের বাজার সড়কে ২ মিশুকের ধাক্কায় ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) সকালে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তাওহিদুল ইসলাম কেলি কানাইপুর গ্রামের আফাই মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভবের বাজার নামক স্থানে তাওহিদুল ইসলাম (৬) তার নিজ বাড়ির সামনে খেলা ধুলার করছিল। এ সময় হঠাৎ করে একটি মিশুক ভবের বাজার যাওয়ার পথে এবং আরেকটি মিশুক ভবের বাজার থেকে নবীগঞ্জ শহরে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।
তখন তাওহিদুলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে পরে গুরুতর অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেটে যাওয়ার পথে শিশু তাওহিদুল ইসলামের মৃত্যু হয়। 
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মো: আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.