বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের ইউসুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নন্দীগ্রাম কোয়ালিটি ফিড থেকে একটি খালি ট্রাক নাটোরের উদ্দেশে যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক মোটরসাইকেল থেকে ইটপাটকেল ছুড়ে ট্রাকটির গতিরোধ করে। পরে তারা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বিটিসি নিউজকে জানান, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। ট্রাকের সামনের কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.